Site icon Jamuna Television

কলম্বিয়ার প্রেসিডেন্টের ওপর হামলার রহস্য অমিমাংসিত

কলম্বিয়ার প্রেসিডেন্ট আইভান ডিউকের হেলিকপ্টারে হামলার ঘটনার কোনো সুরাহা হয়নি। জানা যায়নি, কারা কেন হামলাটি চালিয়েছে। এখনও গ্রেফতার করা যায়নি কাউকে।

পুলিশ পরিচালকের নেতৃত্বে চলছে তদন্ত। ঘটনাস্থলে পাওয়া একটি রাইফেলের সূত্র ধরে কাজ করছেন গোয়েন্দারা।

শুক্রবার কাটাটুম্বো প্রদেশে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ব্রাশফায়ার করে অজ্ঞাত অস্ত্রধারীরা। এসময় তার সাথে ছিলেন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী। জরুরি অবতরণ করে হেলিকপ্টারটি।

ভেনেজুয়েলার সীমান্তবর্তী অঞ্চলটিতে বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) গ্রুপের আধিপত্য রয়েছে। দলটি সাবেক ফার্ক গেরিলাদের অংশ। মাদক চোরাচালানকে কেন্দ্র করে অঞ্চলটিতে আরও কিছু অপরাধী চক্র সক্রিয়।

Exit mobile version