Site icon Jamuna Television

সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি

সংক্রমণ বাড়লেও চট্টগ্রামে মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষের মুখেই নেই মাস্ক। আর লক ডাউন ঘোষণা পর বন্দর নগরবাসী ব্যস্ত হয়ে পড়েছেন কেনাকাটায়। এ অবস্থায় লক ডাউনে সরকারি নির্দেশনা না মানলে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক।

গত ২ সপ্তাহ ধরেই চট্টগ্রামে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধ্বমুখী। হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, আইসিইউ খালি নেই একটিও। তারপরও সর্বত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বাইরে বের হওয়া বেশিরভাগ মানুষের মুখে নেই মাস্ক। গত সোমবার থেকে কঠোর লক ডাউন ঘোষণার এক সপ্তাহ পরও পাল্টায়নি চিত্র। বরং আগাম প্রস্ততি নিতে দোকানে, বাজারে বেড়েছে ক্রেতাদের ভিড়। লকডাউনের আগে কিনে নিচ্ছেন নিত্যপন্য।

লকডাউন নিয়ে চট্টগ্রামে সাধারণ মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বেশিরভাগই স্বাগত জানালেও অত্যন্ত উদ্বিগ্ন খেটে খাওয়া শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।

Exit mobile version