Site icon Jamuna Television

পাবনায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১, আহত ৩

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে প্রাইভেট কারের ধাক্কায় ইঞ্জিনচালিত ভ্যানে থাকা খোকন বিশ্বাস (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালকসহ আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। রোববার (২৭ জুন) সকাল দশটার দিকে পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি ইক্ষু খামারের কাছে এই দূর্ঘটনা ঘটে।

নিহত খোকন বিশ্বাস উপজেলার মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রাম বিশ্বাসের ছেলে। তিনি মুলাডুলি ইক্ষু খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি প্রাইভেট কার দাশুড়িয়া থেকে বনপাড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মুলাডুলি ইক্ষু খামারের কাছে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সাথে প্রাইভেট কারটির ধাক্কা লাগায় ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী খোকন বিশ্বাসের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ভ্যান যাত্রী খোকন বিশ্বাসের স্বজনদের কোন অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দূর্ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Exit mobile version