Site icon Jamuna Television

দেশে অক্সফোর্ডের দুই ডোজ টিকা নেয়াদের শরীরে ৯৩ শতাংশ অ্যান্টিবডি: গবেষণা

দেশে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা নেয়াদের শরীরে ৯৩ শতাংশ অ্যান্টিবডির উপস্থিতি পেয়েছেন ঢাকা মেডিকেলের গবেষকরা।

অক্সফোর্ডের টিকা নেয়াদের মধ্যে ৩০৮ জনের ওপর এই গবেষণা চালায় ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগ। যদিও এই গবেষণায় অংশ নেয়ারা সবাই ঢাকা মেডিকেলের চিকিৎসক ও কর্মচারী।

গবেষকরা বলছেন, প্রথম ভ্যাকসিন দেয়ার ৪ সপ্তাহ পর প্রত্যেকের নমুনা সংগ্রহ করা হয়। এবং ৪১ শতাংশ অংশগ্রহণকারীর শরীরে অ্যান্টিবডি পাওয়া যায়। দ্বিতীয় ডোজ নেয়ার ২ সপ্তাহ পর আবারও নমুনা সংগ্রহ করা হয়। তখন ৯৩ শতাংশ অংশগ্রহণকারীর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি দেখা গেছে।

ইউএইচ/

Exit mobile version