Site icon Jamuna Television

কারগিল ও লাদাখের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসছে মোদি সরকার

জম্মু-কাশ্মীরের নেতাদের সাথে সর্বদলীয় বৈঠকের পর এবার কারগিল ও লাদাখের রাজনৈতিক নেতা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে আলোচনায় বসছে মোদি সরকার।

আগামী বৃহস্পতিবার (১ জুলাই) এ বৈঠক হবে বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিসান রেড্ডির নেতৃত্বে লাদাখ ও কারগিলের সাবেক সংসদ সদস্য ও সুধীজনদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার কাশ্মীরের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন ঘণ্টার সেই বৈঠকে কাশ্মিরের ১৪টি দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কয়েক দিন আগে লাদাখের নেতারা ভারতের সংবিধান অনুসারে ওই অঞ্চলকে উপজাতি প্রধান এলাকা হিসেবে ঘোষণা করার আবেদন জানিয়েছিলেন। আশা করা হচ্ছে এ ব্যাপারে ফলপ্রসু আলোচনা হবে।

লাদাখ নেতৃবৃন্দের দাবি, লাদাখের মানুষ তাদের জাতি পরিচয়, জমির অধিকারের মতো বিষয় নিয়ে চিন্তিত। ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার কথা ভেবে হলেও এখনই এ বিষয়ে আলোচনা হওয়া দরকার।

Exit mobile version