Site icon Jamuna Television

কুড়িগ্রামে ব্যাটারিচালিত পরিবহণ চালক সংগ্রাম পরিষদের বিক্ষোভ

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঢাকায় টাস্কফোর্সের সভায় বিভিন্ন ব্যাটারি চালিত পরিবহন বন্ধ করার প্রতিবাদে কুড়িগ্রাম শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ’।

রবিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম কলেজ মোড় থেকে ক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।]

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা বলেন, সারা দেশে ৫০ লাখ বেকার যুবক তাদের পরিবারের জীবন জীবিকার জন্য ব্যাটারিচালিত পরিবহন চালিয়ে পণ্য ও যাত্রী পরিবহণ করছে। টাস্কফোর্স তাদের রুটি রুজি বন্ধ করে অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে।

মানবন্ধনে বলা হয়, আন্দোলনকারীরা নকশা আধুনিকায়ন, নীতিমালা প্রণয়ন ও লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতেও দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

Exit mobile version