Site icon Jamuna Television

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিটিটিসির প্রধান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, বড় কোনো নাশকতার উদ্দেশে রামপুরা এলাকায় জড়ো হয়েছিল তারা। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতো এ তিনজন। সাহায্য দেয়ার নামে তারা রোহিঙ্গা এলাকায় প্রবেশ করে।

আসাদুজ্জামান জানান, জঙ্গিদের সকল কার্যক্রম এখন নিয়ন্ত্রণে। তাদের সকল তৎপরতা অনলাইন নির্ভর। দেশের জঙ্গি সংগঠনের আন্তর্জাতিক সংযোগ নেই বলে দাবি করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version