Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আখাউড়া প্রতিনিধি:

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে জুনাইদ (৮) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭জুন) দুপুরে শিশুটিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নিহত জুনাইদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামের আলতাজ মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানায়, খেলার সময় দুপুরে পুকুরে পড়ে যায় জুনাইদ। পরে তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা খুঁজাখুঁজি করে খুঁজে পায় পুকুরে। সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নূর স্বর্ণা বলেন, শিশুটি স্বাস্থ্যকমপ্লেক্সে আনার আগেই মারা গেছে।

Exit mobile version