Site icon Jamuna Television

মৌলভীবাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। পার্শ্ববর্তী এক পুকুরে অন্যদের সাথে মাছ ধরে বাড়ি ফিরছিলো তারা। আসার পথে অন্য একটি পুকুরে হাত-পা ধুতে নেমে পানিতে পড়ে যায় দুজনই।

স্থানীয়রা জানায়, রোববার (২৭ জুন) দুপুরে মীম (৭) এবং জুবায়ের (১০) বাড়ির পাশে মাছ ধরতে যায়। ফেরার পথে তারা রাস্তার পাশের অন্য একটি পুকুরে হাত পা ধুতে নেমে পানিতে পড়ে যায়। পরে পুকুরের পার্শ্ববর্তী বাড়ির লোকজন পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে। ততক্ষণে শিশু দুটি মারা যায়।

মৃত মীমের পিতা জব্বার মিয়া জানান, মৃত শিশু জুবায়ের আহমেদ তার শ্যালক। গতকাল সে বোনের বাড়ি বেড়াতে এসেছিলো। দুপুরে পানিতে ডুবে তারা মারা যায়।

Exit mobile version