Site icon Jamuna Television

নারীর পোশাক নিয়ে মন্তব্য করায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

যৌন হয়রানি বৃদ্ধির পেছনে নারীদের অশালীন পোশাক অনেকাংশে দায়ী, প্রধানমন্ত্রী ইমরান খানের এ বক্তব্যের বিরুদ্ধে পাকিস্তানে চলছে বিক্ষোভ-সমাবেশ।

শনিবার (২৬জুন) বাণিজ্যিক রাজধানী করাচিতে বিশাল পরিসরের বিক্ষোভ আয়োজন করেন মানবাধিকারকর্মীরা। বিষয়টির নিন্দা জানিয়েছে বিরোধী দলও। অবিলম্বে প্রধানমন্ত্রীকে এই বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার আহ্বান জানান তারা। একইসাথে তার পদত্যাগও চান আন্দোলনকারীরা।

গত সপ্তাহে মার্কিন টেলিভিশন চ্যানেল এইচবিও’র একটি ডকুমেন্টারি সিরিজে সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎকার। সেখানেই তিনি বলেন, কোন পুরুষ রোবট না হয়ে থাকলে, স্বল্পবসনা নারীর প্রতি আকৃষ্ট হবেন। এর মাধ্যমেই, সমাজে বৃদ্ধি পায় ধর্ষণের মতো অপরাধ। গেলো দু’মাসের মধ্যে, দ্বিতীয়বার এই ইস্যুতে সমালোচনার মুখোমুখি হলেন ইমরান খান।

উল্লেখ্য, পাকিস্তানে বছরে প্রায় ১ হাজার নারীকে পরিবারের সম্মান রক্ষার অজুহাতে হত্যা করা হয়।

Exit mobile version