Site icon Jamuna Television

হঠাৎ সাভার মডেল থানায় পরীমণি

সাভার মডেল থানায় গেলেন অভিনেত্রী পরীমণি। নাসির-অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেন তিনি।

রোববার দুপুর আড়াই টার দিকে ব্যক্তিগত গাড়িতে সাভার মডেল থানায় উপস্থিত হন পরীমণি। এসময় তার সঙ্গে কয়েকজনকে গাড়ী থেকে নামতে দেখা গেছে।

তবে হঠাৎ পরীমণির আগমনে কঠোর নিরাপত্তা ছিলো পুরো থানা জুড়ে। পরীমণির প্রবেশের পরপরই বন্ধ করে দেয়া হয় থানার প্রধান ফটক। গণমাধ্যমসহ জনসাধারণের প্রবেশে ছিলো নিষেধাজ্ঞা। এ বিষয়ে পুলিশ গণমাধ্যমের সাথে কোন কথা বলেনি।

এদিকে পরীমণির সাভার মডেল থানায় করা মামলায় গ্রেফতার নাসির উদ্দিন মাহমুদ ও অমি ৫ দিনের রিমান্ডে রয়েছেন। গত ২৩ জুন নাসির উদ্দিন ও অমিকে সাভার মডেল থানায় রিমান্ডে নেয়া হয়।

প্রসঙ্গত, গত ৯ জুন সাভারের বিরুলিয়া ঢাকা বোটক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যার অভিযোগ করা হয়। পরে গত ১৪ জুন সাভার মডেল থানায় পরীমণি বাদী হয়ে নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Exit mobile version