Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত ক্রোয়েশিয়ান মিডফিল্ডার

এবার করোনায় আক্রান্ত হলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান পেরিসিচ। আগামী ১০ দিন আইসোলেশনে রাখা হবে তাকে। ফলে দলের অন্যতম সেরা এই তারকাকে ছাড়াই নকআউট পর্বে নামতে হবে ক্রোয়েশিয়াকে।

আগামি ২৮ জুন ইউরোতে নকআউট পর্বে স্পেনের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। ওই ম্যাচে নামার আগেই এমন দুঃসংবাদ পেয়েছে ক্রোয়েশিয়ান শিবির।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে গোল করে দারুণ ফর্মে ছিলেন এই তারকা মিডফিল্ডার। প্রথম রাউন্ডের শেষ ম্যাচের আগে স্কটল্যান্ডের মিডফিল্ডার বিলি গিলমোর করোনায় আক্রান্ত হলে তাঁর সংস্পর্শে থাকায় ইংল্যান্ডের মেসন মাউন্ট আর বেন চিলওয়েলকে রাখা হয় আইসোলেশনে।

স্পেনের বিপক্ষে ওই ম্যাচে জিতলেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে পেরিসিচকে পাবে না ক্রোয়েশিয়া।

Exit mobile version