Site icon Jamuna Television

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১৮

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় সেনাসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছে অর্ধশত। ইতোমধ্যেই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।

শুক্রবার রাজধানীর প্রেসিডেন্সিয়াল প্যালেসের প্রবেশপথে এই হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশের অভিযানে নিহত হয়েছে পাঁচ হামলাকারী।

নিরাপত্তা চৌকিতে হামলাকারীদের আটকাতে ব্যর্থ হয়ে গুলি চালায় পুলিশ। এ সময় গোলাগুলির মধ্যেই নিকটবর্তী একটি হোটেলের কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমা বিস্ফোরিত হয়। এ ছাড়া আরেক দফা হামলা চলে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার কার্যালয়ের কাছে।

যমুনা অনলাইন : আরএম

Exit mobile version