Site icon Jamuna Television

চট্টগ্রামে টাইগার পাসের সৌন্দর্য ধ্বংস না করার দাবি ব্যবসায়ীদের

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করতে গিয়ে টাইগার পাসের প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস না করার দাবি জানিয়েছে ব্যবসায়ীরা। আজ রোববার (২৭জুন) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা।

ব্যবসায়ীরা জানায়, টাইগারপাস থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরি করা হলে দুই পাশের সবুজ পাহাড় কাটতে হবে। নকশা পরিবর্তন করে দেওয়ানহাট থেকে কাজ শুরুর দাবি জানান তারা।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ দেওয়ানহাট সেতু ভেঙে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনার হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা। অবিলম্বে এটি ভেঙে আট লেনের সেতু নির্মাণের দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

Exit mobile version