Site icon Jamuna Television

ঝিনাইদহে আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আমের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে ঝিনাইদহের সদরে মানববন্ধন করেছেন আম বাগানি ও ব্যবসায়ীরা। আজ রোববার (২৭জুন) দুপুরে কাশিপুরের একটি বাগানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গতবছর আম্পানের কারণে লোকসান গুনতে হয়েছিল তাদের। চলতি বছর লকডাউনে ফলে জেলার বাইরে থেকে কোন পাইকার আসছে না। ফলে বাধ্য হয়ে কম দামে আম বিক্রি করছে। এভাবে চলতে থাকলে আবারও ক্ষতির আশঙ্কা করছে ব্যবসায়ীরা।

লোকসান পুষিয়ে নিতে পরিবহন সুবিধাসহ বাজার ব্যবস্থাপনা উন্নয়নে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

Exit mobile version