Site icon Jamuna Television

বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার হবেন জেমিসন: শচীন

সামনের দিনগুলোতে বিশ্ব ক্রিকেটের অন্যতম শীর্ষস্থানীয় অলরাউন্ডার হবার মতো যোগ্যতা অর্জন করেছেন কাইল জেমিসন, বললেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। সদ্য শেষ হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সেরা ব্যাটসম্যানদেরকে জেমিসনের বিরুদ্ধে রীতিমতো ধুঁকতে দেখার পরে এমন মন্তব্য করলেন শচীন।

নিউজিল্যান্ডের শিরোপা জয়ে জেমিসনের ৪৪ ওভারে ৬১ রানের বিনিময়ে ৭ উইকেট প্রাপ্তিকে এই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বলে অভিহিত করেছেন শচীন। এই মাস্টার ব্লাস্টার বলেন, কাইল জেমিসন দুর্দান্ত অলরাউন্ডার। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে উঠতে চলেছেন তিনি।

শচীন আরও বলেন, গত বছর নিউজিল্যান্ডে কাইলকে প্রথম দেখায়ই আমি তার প্রতিভা সম্পর্কে মুগ্ধ হই। সে দারুণ লম্বা ও ন্যাচারালি বল সুইং করাতে সক্ষম। সাউদি, বোল্ট, ওয়াগনার থেকে বেশ আলাদা ওর বোলিং এর ধরন। কাইলের বোলিং এর বৈচিত্র্য ও ধারাবাহিকতা, দুই-ই চমৎকার।

কাইল জেমিসনের ব্যাটিং এরও প্রশংসা করেন শচীন। বিগ শট খেলার জন্য নিজ উচ্চতাকে কাজে লাগানোর ক্ষেত্রে জেমিসনের দক্ষতার কথাও আলাদা করে বলেন তিনি।

Exit mobile version