Site icon Jamuna Television

মগবাজারে বিস্ফোরণ; ভবনে আগুন

রাজধানীর মগবাজার এলাকার একটি ভবনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সসহ ১৪টি ইউনিট কাজ করছে। তবে কীভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও।

Exit mobile version