Site icon Jamuna Television

পিএসএল অভিষেকে মোস্তাফিজের বাজিমাত

২ উইকেট নিয়ে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তার দারুণ বোলিংয়ের পরও মুলতান সুলতানসের কাছে ৪৩ রানে হেরে গেছে লাহোর কালান্ডার্স।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাহোরের সবচেয়ে কম খরুচে বোলার ছিলেন মোস্তাফিজ। ১৩ তম ওভারে আহমেদ শেহজাদকে ফিরিয়ে দলকে এনে দেন প্রথম সাফল্য। ভাঙ্গে ৮৮ রানের ওপেনিং জুটি। ১৭ তম ওভারে আবারও দলকে ব্রেক থ্রু এনেদেন ফিজ। ৬৩ রান করা কুমার সাঙ্গাকারাকে বোকা বানান কাটার মাস্টার। ১৪ ডট বলে শেষ পর্যন্ত ৪ ওভারে ২২ রান দিয়ে অভিষেকেই তুলে নিয়েছেন ২ উইকেট। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতায় মুলতানের দেওয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানে থামে লাহোর কালান্ডার্স।

Exit mobile version