Site icon Jamuna Television

‘টি২০ ছাড়া বাঁচবে না ক্রিকেট’

মার মার কাট কাট খেলা টি২০ ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ। এই সংস্করণ নিয়ে শুরুতে অনেকেই নাক সিঁটকিয়েছেন, আবার অনেকে একে সমর্থনও দিয়েছেন। সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ এক হাত নিয়েছিলেন এই খেলাকে নিয়ে।

ট্রেভর বেলিস বলেছিলেন, টি২০ একটি ‘পপকর্ন ক্রিকেট।’টেস্ট ক্রিকেট বাঁচাতে হলে নাকি টি২০ বন্ধ করে দেওয়া উচিৎ বলে তিনি মন্তব্য করেছিলেন।

ব্রিটিশ কোচের এই মন্তব্যে কভার ড্রাইভ খেলেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বাহাতি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি। তার মতে আন্তর্জাতিক ক্রিকেট টি২০ ছাড়া বাঁচবে না।

হাল আমলে ক্রিকেট ব্যস্ততায় ঠাসা সূচি, এবং খেলোয়াড়দের সারা বছরই বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে দৌড়-ঝাপ নিয়ে করা একটি প্রশ্নের উত্তরে বা্ঙালি বাবু বলেন, টি২০ ক্রিকেটের জন্যই আবশ্যক। সংক্ষিপ্ত এই সংস্করণের খেলা ছাড়া ক্রিকেট টিকে থাকতে পারবে না।

দক্ষিণ আফ্রিকা সফরে নিজ দেশের খেলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সৌরভ। বিশেষত টেস্ট সিরিজ ২-১ হারলেও ৫-১ ব্যবধানে একদিনের ক্রিকেট সিরিজটি জিনেত নিয়েছে কোহলি অ্যান্ড কোং।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version