Site icon Jamuna Television

‘গ্যাস থেকে ঘটেছিল মগবাজার বিস্ফোরণ’

গ্যাস বা গ্যাসীয় দ্রব্যাদী থেকেই ঘটেছে মগবাজার বিস্ফোরণ, জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদের কাছে থাকা যন্ত্রপাতির সাহায্যে দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে ফায়ার সার্ভিস দেখার চেষ্টা করছে যে সেই এলাকায় গ্যাসের মাত্রা কেমন ছিল।

ফায়ার সার্ভিসের এক ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন জানান, বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে এর সূত্রপাত হয়েছে। ভবনটির নীচতলায় ফাস্টফুডের দোকানে গ্যাস লাইন আছে। এছাড়াও পাশে রাস্তায় উন্নয়ন কাজ চলছে। সেখান থেকেও গ্যাস লাইনে লিকেজ হতে পারে।

এছাড়াও বিস্ফোরণটির পেছনে গ্যাস লাইন লিকেজ থাকার কথা বলেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা সৃষ্টির ভূমিকা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, নাশকতা হলে সেখানে স্প্লিন্টার পাওয়া যেত, বোমার বিস্ফোরণ হতো। স্প্লিন্টারের আঘাতে মানুষ ক্ষতবিক্ষত হতো কিন্তু বাসে কোনো স্প্লিন্টারের কণা পাওয়া যায়নি। অতএব বলা যায়, গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে, বোমার কোনো ঘটনা এখানে নেই।

Exit mobile version