Site icon Jamuna Television

পাবনায় করোনা উপসর্গে নারী সাংবাদিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি:

করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন পাবনার সংবাদপত্র জগতের পরিচিত মুখ স্থানীয় দৈনিক স্বতঃকন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক মাহমুদা নাসরীন (৫০)। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত মাহমুদা নাসরীন সদর উপজেলার টিকোরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী। সদরের গাছপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন তিনি। দীর্ঘ এক মাস যাবত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সবশেষ তিনি করোনা উপসর্গ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসয়া গ্রহণ করছিলেন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Exit mobile version