Site icon Jamuna Television

পরিশ্রমের ফল নিজ চোখে দেখছেন প্রিয়াঙ্কা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের মালিকানায় রেস্টুরেন্ট চালু করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী নিক জোনাস।
প্রথমবারের মতো সেখানে খেতে গিয়ে ইন্সটাগ্রামে ছবি দিয়ে অভিনেত্রী লিখেছেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, অবশেষে ‘সোনা নিউ ইয়র্ক’ এ এসেছি। আমাদের ৩ বছরের পরিশ্রম এবং খাটনির পরিণতি নিজের চোখে দেখছি।

ভারতীয় রান্নার স্বাদ আমেরিকার সকলের কাছে পৌঁছে দিতে ‘সোনা নিউ ইয়র্ক’ নামের এই রেস্টুরেন্ট খুলেছেন ভোজনরসিক প্রিয়াঙ্কা চোপড়া। আর এই কাজে বরবারের মতোই পাশে পেয়েছেন তার জীবনসঙ্গী নিক জোনাসকে।

ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে দেখে যায় অভিনেত্রী পাতে নিয়েছেন দোসা, চিংড়ি, পকোড়া, ফুচকার মতো খাবার। হয়তো নিজের রেস্টুরেন্টে প্রথম পা রাখা বলেই ডায়েটের তোয়াক্কা করেননি তিনি।

প্রিয়াঙ্কা আগেই জানিয়েছিলেন তার এই রেস্তোরাঁর নামকরণ করেছেন স্বামী নিক জোনাস। কলকাতার মাটন কাটলেট থেকে শুরু করে বহু দেশের বহু খাবার স্থান পাবে তার এই রেস্তোরাঁয়।

Exit mobile version