Site icon Jamuna Television

মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন রিচার্ড ব্র্যানসন

মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলেন রিচার্ড ব্র্যানসন

ছবি: সংগৃহীত

মহাশূন্যে পরিভ্রমণের পর সফলভাবে পৃথিবীতে ফিরলো ধনকুবের রিচার্ড ব্র্যানসনের নিজস্ব রকেট ‘ভার্জিন গ্যালাকটিক’।

স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে নিউ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে প্রথম বেসামরিক এই নভোযান।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুসারে, রোববার সকাল ৮টা ৪০ মিনিটে উড্ডয়ন করে রকেট ভিএসএস ইউনিটি। ঐতিহাসিক ঘটনাটির সাক্ষী হতে উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক মানুষ। দ্বি-জ্বালানি বিশিষ্ট রকেটটি পৃথিবীর কক্ষপথের ৮৫ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পৌঁছায়। সুপারসনিক রকেটে কিছুক্ষণ ভারহীন অবস্থায় ছিলেন আরোহীরা। এসময় ব্র্যানসনের সঙ্গী ছিলেন আরও পাঁচ যাত্রী। যাদের একজন ভারতীয় বংশোদ্ভূত নভোচারী সিরিশা বান্দলা। তাদের উল্লাসের ভিডিও এরইমধ্যে প্রকাশ করেছে ভার্জিন গ্যালাকটিক প্রতিষ্ঠান।

২০ জুলাই মহাশূন্য ভ্রমণে যাচ্ছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। অনেকেই বলছেন, বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিতেই ৯ দিন আগে মহাশূন্যে ঘুরে এলেন রিচার্ড ব্র্যানসন।

এনএনআর/

Exit mobile version