Site icon Jamuna Television

ভারতে করোনায় দৈনিক মৃত্যু নামলো হাজারের নিচে

ভারতের করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। দীর্ঘদিন পর দেশটিতে করোনায় মৃত্যু হাজারের নিচে নামলো।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির প্রভাবশালী গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪৬ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৭৩০ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ কোটি ২৭ লাখ ৯ হাজার ৩৩১ জনে।

এর আগে রোববার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১ হাজার ২৫৮ জনের; আক্রান্ত হয়েছিলেন ৫০ হাজার ৪০ জন।

এদিকে, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮৬৮ জনের। করোনা আক্রান্ত হয়েছেন ১৮ কোটির বেশি মানুষ।

ইউএইচ/

Exit mobile version