Site icon Jamuna Television

মগবাজারে বিস্ফোরণ: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো (ভিডিও)

রাজধানীর মগবাজারের ভবনে ভয়াবহ বিস্ফোরণের সময়কার একটি সিসিটিভি ফুটেজ এসেছে যমুনা টেলিভিশনের হাতে।

দুর্ঘটনাকবলিত ভবনটিতে অবস্থিত আড়ং আউটলেটের সিসিটিভি ফুটেজে দেখা যায় সেখানে লোকজন চলাফেরা করছে। হঠাৎই পাশ থেকে ধেয়ে আসে বিস্ফোরণের হল্কা, ভেঙে যায় আউলেটের কাঁচ, নেমে আসে অন্ধকার। বিস্ফোরণের পর পরই লোকজন ছুটোছুটি করতে দেখা যায়। মোবাইল ফোনে কয়েকজনকে যোগাযোগ করতে দেখা যায়।

এই বিস্ফোরণে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। রোববার সন্ধ্যার এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের মানুষের মাঝে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ইউএইচ/

Exit mobile version