Site icon Jamuna Television

কানাডায় আবারও ২ গির্জায় আগুন

কানাডার পশ্চিমাঞ্চলে আদিবাসী অধ্যুষিত এলাকায় আরও দুটি ক্যাথলিক গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬জুন) এ দুর্ঘটনা ঘটে বলে জানায় চ্যানেল নিউ এশিয়া।

মাত্র ঘণ্টাখানেকের ব্যবধানে ব্রিটিশ কলাম্বিয়ায় সেইন্ট অ্যান’স ও চোপাকা নামের গির্জা দুটিতে আগুন লাগে। দুটি ভবনই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং অগ্নিকাণ্ডের এ ঘটনাকে ‘সন্দেহজনক’ হিসাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে গত সপ্তাহের সোমবার কানাডায় জাতীয় আদিবাসী জনগোষ্ঠী দিবস উদযাপনের দিনও ব্রিটিশ কলাম্বিয়ায় আরও দুটি ক্যাথলিক গির্জা আগুনে পুড়ে গিয়েছিল।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) সার্জেন্ট জেসন বেইদা জানায়, আগের অগ্নিকাণ্ডগুলোর পাশাপাশি নতুন দুই অগ্নিকাণ্ডেরও তদন্ত চলছে, তবে এখনো কোনো অভিযোগ আসেনি বা কেউ গ্রেফতার হয়নি।

Exit mobile version