ফসলের ক্ষেত, পুকুরের পর এবার শ্রীলঙ্কায় এক ঘরের দরজায় মিললো কুমির। একেবারে দরজার সামনে অনাকাঙ্খিত এ অতিথিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির বাসিন্দারা।
রোববার (২৭জুন) স্থানীয় সময় ভোরে অনুরাধাপুরা জেলার হাবারানা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশে খবর দেয়ার পর ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা। কিন্তু ৯ ফুট লম্বা বিশাল কুমিরটিকে ধরতে রীতিমতো ঘাম ঝড়াতে হয় তাদের। বেশ কিছুক্ষণ চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় প্রাণিটিকে বাগে আনা যায়। পরবর্তীতে বন্যপ্রাণীর অভয়ারণ্য মিনেরিয়া ন্যাশনাল পার্কে কুমিরটিকে ছেড়ে দেয়া হয়েছে।
দ্বীপদেশ শ্রীলঙ্কায় প্রচুর কুমির রয়েছে। মাঝেমধ্যে পুকুর কিংবা ফসলের ক্ষেতে দেখা যায় ভয়ংকর প্রাণিটিকে। তবে একেবারে ঘরের দরজায় উঠে আসা নজিরবিহীন।
Leave a reply