রাজধানীর মগবাজারের দুর্ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিস্ফোরক অধিদফতরের প্রধান পরিদর্শক আবুল কালাম আজাদ।
সোমবার (২৮ জুন) মগবাজারে বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আমরা দুর্ঘটনাস্থলে হাইড্রোকার্বনের উপস্থিতি পেয়েছি। এটা কোনো সাধারণ বিস্ফোরণ নয়, বিভিন্ন ধরনের গ্যাস জমে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছে বিস্ফোরণ পরিদফতর। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টা দিকে রাজধানীর মগবাজারের ওয়ারলেস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। জানা যায়, ভবনটিতে থাকা সিঙ্গারের শোরুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের ভবন ও রাস্তায় থাকা বিভিন্ন যানবাহনের গ্লাস ভেঙে পড়ে। রক্ষা পায়নি রাস্তার অপর প্রান্তে থাকা আড়ংয়ের শোরুমের গ্লাসও। এখন পর্যন্ত এ ঘটনায় ৬ জন নিহত হয়েছেন।
ইউএইচ/
Leave a reply