Site icon Jamuna Television

রাতের আঁধারে বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, সকালে মিললো তরুণীর লাশ

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে দুইপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের আঁধারে একপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর সকালে আফসানা আক্তার (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার হয়েছে বাড়ির পাশ থেকে। রোববার (২৭ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তরুণী নিহতের ঘটনা নিশ্চিত করেছেন পাড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পাড়াতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দুইটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। সবশেষ গত মাসের মাঝামাঝি সময়ে টানা ৪ দিনের টেঁটাযুদ্ধে দুই পক্ষের ৩ জন নিহত হয়। এরপর গত ১ মাসের মতো পরিবেশ শান্ত থাকার পর রোববার সকাল থেকে আবারও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। বেলা গড়িয়ে রাত হলে এক পক্ষ অপরপকক্ষের প্রায় ১৫ টি বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে সোমবার (২৮ জুন) সকালে নিহত অবস্থায় বাড়ির পাশে তাকে পড়ে থাকতে দেখা যায় তরুণী আফসানা আক্তারকে।

পাড়াতলী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, রাতে অগ্নিসংযোগ ও সংঘর্ষ হয়। সকালে ঐ তরুণীর মরদেহ পাওয়া যায় বাড়ির পাশেই। রাতে কীভাবে সে মারা যায় তা এখনও আমরা পুরোপুরি নিশ্চিত নই। তবে রাতে সংঘর্ষ চলাকালীন কোনো এক সময় সে নিহত হয় বলে আমরা ধারণা করছি।

রায়পুরা থানার উপ-পুলিশ পরিদর্শক সেলিম মিয়া বলেন, এলাকায় স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। একজন নিহত হওয়ার খবর পেয়েছি।

Exit mobile version