Site icon Jamuna Television

গোপালগঞ্জে করোনার টিকা তৈরির লক্ষ্যে কমিটি গঠন

এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জের কারখানায় করোনার টিকা উৎপাদন সক্ষমতা যাচাইয়ের জন্য কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানিয়েছেন।

এর আগে ১৬ জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দেশেই আন্তর্জাতিক মানের টিকা ইনস্টিটিউট তৈরি করার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করার উদ্যোগ নেয়া হয়েছে। বিষয়টি মন্ত্রিসভায় অনুসমর্থন ও অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে।

ইউএইচ/

Exit mobile version