Site icon Jamuna Television

খুলনা বিভাগে করোনায় একদিনে ৩০ মৃত্যু, শনাক্তের রেকর্ড

খুলনা বিভাগে করোনা সংক্রমণ ব্যাপক আকার ধারণ করেছে। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে বিভাগটিতে মারা গেছেন ৩০ জন। একই সময় ব্যবধানে খুলনা বিভাগে রেকর্ড ১ হাজার ৪৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা সোমবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩০ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় মারা গেছেন সর্বোচ্চ ৯ জন, খুলনা জেলায় মারা গেছেন ৬ জন, আর ৪ জন করে মারা গেছেন ঝিনাইদহ ও মেহেরপুরে। এছাড়া বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ২ জন করে মারা গেছেন। ১ জন করে মারা গেছেন সাতক্ষীরা, যশোর, ও নড়াইল জেলায়।

Exit mobile version