সিরিয়া এবং ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

|

সিরিয়া এবং ইরাকে আবারও বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। রোববার সিরিয়ার দুটি জায়গা এবং ইরাকের একটি এলাকায় এ হামলা চালানো হয়।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হতাহতের কোনো খবর দেয়া হয়নি। তবে পর্যবেক্ষক সংস্থা সিরিয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, হামলায় সশস্ত্র সংগঠনের ৫ সদস্য নিহত হয়েছেন।

পেন্টাগন জানিয়েছে, ইরান-সমর্থিত মিলিশিয়াদের ড্রোন হামলার জবাব দিতে অভিযানের নির্দেশ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে আসার ছয়মাস পূর্ণ না হতেই দু’বার ওই এলাকায় বিমান হামলার অনুমোদন দিলেন তিনি।

পেন্টাগন আরও জানায়, যেসব স্থাপনা লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে, সেসব খতিব হিজবুল্লাহ্ এবং খতিব সৈয়দ আল-শুহুদা গোষ্ঠীর সদস্যরা ব্যবহার করতেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরানের ইন্ধনে প্রায়ই যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন হামলা চালায় সংগঠন দুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply