Site icon Jamuna Television

১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না: মন্ত্রিপরিষদ সচিব

১ জুলাই থেকে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না: মন্ত্রিপরিষদ সচিব

১ জুলাই সকাল থেকে এক সপ্তাহ সম্পূর্ণ কঠোর অবস্থানে থাকবে সরকার। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। তাই কোন মুভমেন্ট পাশও থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এ বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছে বলেও জানান মন্ত্রীপরিষদ সচিব। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সর্বাত্মক লকডাউনের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার বিধিনিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন থাকছে। তাদের যথাযথভাবে ব্যবস্থা নিতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারবে না। বিধিনিষেধের সময় দরিদ্রদের খাদ্য সহায়তা দিতে এরইমধ্যে দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সচিব। বলেন, গার্মেন্টস, শিল্পকারখানা খোলা থাকবে কি না তা মঙ্গলবার জানানো হবে।

এনএনআর/

Exit mobile version