Site icon Jamuna Television

সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও তার পরিবারের ৮টি ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সকালে ঢাকার সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে দুদক রোববার সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান ও তার পরিবারের তিন সদস্যের ব্যাংক হিসাব জব্দের আবেদন করে।

তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, ওই ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক বিপুল পরিমাণ অর্থ লেনদেন করা হয়েছে।

যে আটটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেয়া হয়েছে তার মধ্যে সাঈদ খোকনের ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি অ্যাকাউন্ট রয়েছে। এছাড়া তার মা ফাতেমা হানিফের একটি, বোন শাহানা হানিফের দু’টি ও স্ত্রী ফারহানা আলমের দু’টি অ্যাকাউন্ট রয়েছে।

Exit mobile version