Site icon Jamuna Television

গাইবান্ধার মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম আর নেই

গাইবান্ধা প্রতিনিধি:

করোনা আক্রান্ত হয়ে ‘না ফেরার দেশে’ চলে গেলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বদিউল আলম।

সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের নাতি আল আমিন সরকার। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি। আজ সোমবার বাদ এশা ঢাকার মিরপুর সাড়ে এগারোর (পল্লবী) পলাশ নগরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সেখানে তার লাশ দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে যোগদান করেন।

যুদ্ধকালীন সময় আরও সাত জনকে সাথে নিয়ে গড়ে তোলের প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন তিনি।

Exit mobile version