Site icon Jamuna Television

হত্যা মামলায় মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র রিমান্ডে

ফেনী প্রতিনিধি:

চট্টগ্রামে আজিম হোসেন শাহাদাত হত্যার অভিযোগে গ্রেফতার মিরসরাই পৌরসভার প্যানেল মেয়রকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন চৌধুরী সোমবার বিকেল ৪টার দিকে রিমান্ড আবেদন গ্রহণ করেন।

জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির জানান, প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুর তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। আদালত দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। এর আগে রোববার রাতে তাকে চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গত শুক্রবার রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে আজিম হোসেন শাহাদাতকে পিটিয়ে হত্যার অভিযোগ করেন তার বাবা আবদুল বাতেন। শুক্রবার রাতেই তিনি রাজু ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে মামলা করেন।

ওসি বলেন, এ ঘটনার পর রাজু একটি বাসায় লুকিয়ে ছিলেন। তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৫ জুন) বিকাল ৪টায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আজিম হোসেন শাহাদাতকে (২০) কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে যায় হোপ মা ও শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলায়। সেখানে হাসপাতালের একটি কক্ষে মোটা লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক ও জাহিদ শাহাদাতকে বেধড়ক মারধর করে। খবর শুনে ছুটে গিয়ে শাহাদাতের বাবা বাঁধা দিলে তাকেও মারধর করে। আহত শাহাদাতকে নিয়ে তার বাবা ফেনী যাওয়ার পথে সে মারা যায়।

Exit mobile version