Site icon Jamuna Television

জম্মুর ভারতীয় বিমানঘাঁটিতে ড্রোন হামলা

ড্রোন ব্যবহার করে জম্মুর ভারতীয় বিমানঘাঁটিতে দু’দফা জোরালো বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে চালানো হামলায় গুরুতর আহত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর দুই কর্মকর্তা।

আজই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান এম এম নারাভানের এই ঘাঁটি হয়ে তিন দিনের লাদাখ সফরে যাওয়ার কথা ছিলো। পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এর অবস্থান।

জানা যায়, স্থানীয় সময় রাত দেড়টার পর কয়েক মিনিটের মধ্যে দু’টি বিস্ফোরণ হয়। প্রাথমিক তদন্ত অনুসারে হামলায় ব্যবহৃত হয়েছে ড্রোন। ভারতে এর আগে কোনো সামরিক স্থাপনায় ড্রোন দিয়ে হামলার ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ধাক্কায় ঘাঁটির একটি ভবনের ছাদ ধ্বসে পড়েছে।

এরইমধ্যে, সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। সাঁড়াশি অভিযান চালিয়ে বিস্ফোরক’সহ পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈয়বার দুই সদস্যকে আটকও করা হয়েছে।

Exit mobile version