Site icon Jamuna Television

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। পাশাপাশি উচ্চ তাপমাত্রা ও শুষ্ক আবহাওয়া বাড়িয়েছে আগুনের তীব্রতা।

এরই মধ্যে পুড়ে গেছে প্রায় দুই হাজার একর বনভূমি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকশ কর্মী। পানি ও রাসায়নিক পদার্থ ছিটিয়ে চলছে আগুন নেভানোর চেষ্টা।

ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত ৩০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। তবে তীব্র বাতাসের কারণে বাঁধাগ্রস্ত হচ্ছে তৎপরতা। লস অঞ্জেলেসের পাশেই বনাঞ্চলটির অবস্থান হওয়ায় ঝুঁকিতে রয়েছে এলাকাটি। স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করেছে প্রশাসন। আগুনে বন্যপাণীদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Exit mobile version