Site icon Jamuna Television

চিত্তবিনোদনের জন্য গাঁজা সেবনের বৈধতা দিলো মেক্সিকো

চিত্তবিনোদনের জন্য গাঁজা সেবনের বৈধতা দিলো মেক্সিকোর সর্বোচ্চ আদালত। সোমবার (২৮জুন) সুপ্রিম কোর্টের বিচারক প্যানেলের ৮-৩ ভোটে আসে যুগান্তকারী এই রায়।

গত মার্চে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এ সংক্রান্ত বিল পাশ করেন আইনপ্রনেতারা। তারই ধারাবাহিকতায়, এলো আদালতের সিদ্ধান্ত। তবে নিজস্ব মালিকানায় চাষের পরই কেবল গাঁজা সেবন করা যাবে। আদালতের অনুমতি নিয়ে সর্বোচ্চ আটটি গাছ লাগাতে পারবেন একজন। বহন করা যাবে সর্বোচ্চ ২৮ গ্রাম। তবে জনসমাগমপূর্ণ স্থান বা শিশুদের সামনে গাঁজা সেবনে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বাণিজ্যিকভাবে গাঁজা চাষ বা ব্যবসা নিয়ে কোনো নির্দেশনা আসেনি।

গাঁজার বৈধতার দাবিতে দীর্ঘদিন ধরে সরব আন্দোলনকারীরা বলছেন, এ সিদ্ধান্তের ফলে মাদক সংক্রান্ত অপরাধের প্রবণতা কমবে।

Exit mobile version