Site icon Jamuna Television

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাজ্যের লন্ডনে একটি পাতাল রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৮জুন) দক্ষিণাঞ্চলীয় এলিফ্যান্ট এন্ড ক্যাসেল রেল স্টেশনে হয় এ দুর্ঘটনা।

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ উদঘাটনে চলছে অনুসন্ধান। তবে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। স্টেশনের একটি গেটের নিচে তিনটি অফিস, চারটি গাড়ি ও একটি টেলিফোন বক্স পুড়ে যায়। ফায়ার সার্ভিসের শতাধিক কর্মীর প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তীব্র ধোয়াঁর কারণে আশেপাশের বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন।

লন্ডনে উত্তরাঞ্চলের সাথে যোগাযোগে অন্যতম ব্যস্ত রেল স্টেশন এলিফ্যান্ট এন্ড ক্যাসেল। সোমবার আগুনের কারণে ব্যাহত হয় স্বাভাবিক রেল চলাচল।

Exit mobile version