Site icon Jamuna Television

করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড রাজশাহীতে

করোনায় একদিনে মৃত্যুর নতুন রেকর্ড রাজশাহীতে

সারাদেশে বিধিনিষেধ স্বত্বেও থামছে না করোনায় মৃত্যুর হার। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।

মৃতদের মধ্যে ১২ জন রাজশাহীর, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে ৫ জন করে এবং অন্য জেলার আছেন ৩ জন। এরা সবাই করোনা শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

এ নিয়ে এই মাসে রাজশাহীর করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন। ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায়, ৩৩৬ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে উত্তরের এ জেলায়। শনাক্তের হার ২১ দশমিক ১৭ শতাংশ।

এনএনআর/

Exit mobile version