Site icon Jamuna Television

মিয়ামিতে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে

মিয়ামিতে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ভবনধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ জনে। সোমবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাউন্টির মেয়র নিশ্চিত করেছেন এ তথ্য।

এদিকে দুর্ঘটনার পর গত ৫ দিনে জীবিত কাউকে উদ্ধার করা না গেলেও হাল ছাড়তে নারাজ উদ্ধারকর্মীরা। আরও দেড় শতাধিক নিখোঁজের সন্ধানে চলছে তাদের প্রাণপন তৎপরতা। ভবনের ধ্বংসস্তুপের মাঝে এয়ার পকেটের খোঁজ করে সে অঞ্চলে খোড়াখুড়ি করছেন তারা। ক্ষীণ আশা, বাতাস চলাচলের সুযোগ পেলে বেঁচে থাকতে পারে কেউ। তাই ভারী যন্ত্রপাতির বদলে ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে অনুসন্ধান।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অলৌকিক কিছু না হলে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই। গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ধসে পড়ে ১২ তলা চ্যাম্পলিন টাওয়ারের বিশাল অংশ।

এনএনআর/

Exit mobile version