Site icon Jamuna Television

বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক নোবেল

বাবা হওয়ার সুখবর দিলেন গায়ক মইনুল আহসান নোবেল। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন— ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

বাবা হওয়ার সুখবর জানতে পেরে নেটিজেনরা নোবেল ও তার স্ত্রীর জন্য শুভ কামনা জানিয়েছেন। তবে অনেকেই সমালোচনাও করেছেন। কারণ নোবেলের পোস্টের ‘হয়তো’ শব্দ নিয়ে আপত্তি নেটিজেনদের। ‘হয়তো বা? আপনি শিওর না?’ এমন প্রশ্ন তুলে তাকে অনেকে কটাক্ষ করেছেন।

ফারিহা মাইমুনা নামের এক নারী লিখেছেন— আলহামদুলিল্লাহ কিন্তু হয়তো আবার কী? নিজের ওপর নিজের কনফিডেন্স নেই!’সিয়াম নাসির নামে এক নেটিজেন লিখেছেন— ‘ভাই যা করেছ তো করেছই, এখন বাচ্চাটার দিকে তাকাইয়া ভালো হয়ে যাও। যেন বাচ্চা তোমারে নিয়া প্রাউড করতে পারে।’

নোবেল এ প্রজন্মের তরুণ গায়ক। জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। প্রতিযোগিতার গ্রান্ড ফাইনালে উঠে আসেন তিনি। এ পর্যন্ত দুটি মৌলিক গান গেয়েছেন নোবেল।

ইউএইচ/

Exit mobile version