Site icon Jamuna Television

‘ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকলে দৈনন্দিন ব্যয় বহন করা সম্ভব হবে না’

ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকলে দৈনন্দিন ব্যয় বহন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন সাবেক মেয়র সাঈদ খোকন।

আদালতের নির্দেশে পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।

সাঈদ খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস তার ব্যর্থতা ঢাকতেই প্ররোচনা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ঘটনা ঘটিয়েছেন। তাকে হয়রানি করতেই এমন প্ররোচনা বলে জানিয়েছেন খোকন।

ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপসের নির্বাচিত হবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদ খোকন বলেন, আপনি কত শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তা ঢাকাবাসী জানে। মরা লাশের ওপর ট্যাক্স বসিয়েছেন। মানুষের ভালোবাসা পাবেন কীভাবে?

তিনি আরও অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন তাকে এবং তার পরিবারের সদস্যকে কোনো প্রকার নোটিশ না দিয়ে, সরাসরি আদালতের মাধ্যমে জব্দের নির্দেশ দেয়া হয়েছে। যার ফলে মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে।

ইউএইচ/

Exit mobile version