Site icon Jamuna Television

জঙ্গিদের আক্রমণাত্মক ঘটনা ঘটানোর সামর্থ্য নেই: র‍্যাব ডিজি

জঙ্গিদের আক্রমণাত্মক ঘটনা ঘটানোর সামর্থ্য নেই: র‍্যাব ডিজি

জঙ্গিগোষ্ঠীগুলোর বড় ধরনের আক্রমণাত্মক কোনো ঘটনা ঘটানোর সামর্থ্য নেই জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার দুপুরে র‍্যাব সদর দফতরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে কার্যক্রম চালানো হচ্ছে এতে জঙ্গিদের স্থান বাংলাদেশে হবে না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের থেকে এক ধাপ এগিয়ে। র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত আড়াই হাজার এবং শুধুমাত্র হলি আর্টিজান হামলার পরে দেড় হাজার জঙ্গিকে গ্রেফতার করা করেছে। র‍্যাবের জঙ্গি বিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

এনএনআর/

Exit mobile version