Site icon Jamuna Television

কুড়িগ্রামে নেশার টাকা না পেয়ে বাবা মাকে মারধর, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে নেশার টাকা না পেয়ে বাবা, মা ও ছোট ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শরীফ হোসেন (২৭) নামে এক মাদকাসক্ত যুবক। এ ঘটনায় তার পিতার অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২৮ জুন) মধ্যরাতে সদর থানা পুলিশ অভিযুক্ত শরীফকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সদর উপজেলার ভেলাকোপা এলাকার শরীফ হোসেন তার মায়ের কাছে নেশার টাকা না পেয়ে মাকে মারধোর করে। এসময় তার ছোট ভাই মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে শরীফ।

খবর পেয়ে মোফাজ্জল হোসেন ছেলেকে থামাতে গেলে তাকেও এলোপাথাড়ি আঘাত করে সে। পরে আহত মা ও ভাইকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মাদকাসক্ত শরীফের বিরুদ্ধে
মোফাজ্জল হোসেন কুড়িগ্রাম সদর থানায় জিডি করলে রাতেই শরীফকে ভেলাকোপা এলাকা থেকে আটক করে সদর থানা পুলিশ।

মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যকে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version