Site icon Jamuna Television

ফতুল্লায় চালকের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাজা নামে এক চালকের গলা কেটে ও ছুরিকাঘাতের মাধ্যমে হত্যার পর অটোরিক্সাটি নিয়ে যায় ছিনতাইকারীরা। মঙ্গলবার (২৯ জুন) ভোর ৪ টার দিকে ওসমানী স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই শাহাদাত হোসেন বলেন, গত কয়েকদিন আগে রাজা মিয়ার স্ত্রী মারা যাওয়ায় তিনি তার সন্তানদের দেখাশুনা করতেন দিনের বেলা। তাই দিনের বেলা অটোরিক্সা চালাতে বের হতে পারতেন না। রাতে শিশুরা ঘুমিয়ে পড়লে রাতে অটোরিকশা নিয়ে বের হতেন।

ধারণা করা হচ্ছে রাতে ওসমানী স্টেডিয়ামের সামনে দিয়ে যাওয়া পথে অটো রিক্সাটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার পর অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তিনি আরও জানান, হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করার জন্য পুলিশের অভিযান চলছে।

Exit mobile version