Site icon Jamuna Television

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: কাদের

বিএনপি নিজেদের ব্যর্থতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে: কাদের

বিএনপি নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র। প্রতিদিন তারা সরকারের সমালোচনা করে থাকে।

বিএনপি মুখে রাষ্ট্রকাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দুরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এনএনআর/

Exit mobile version