Site icon Jamuna Television

ওসি প্রদীপের বিপুল সম্পত্তি জব্দের নির্দেশ আদালতের

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলার আসামি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুপুরে এ সংক্রান্ত মামলার শুনানি শেষে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন। এর মধ্যে চট্টগ্রামে ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে বহুতল ভবন, জমি ও ২টি গাড়ি রয়েছে। কক্সবাজারে রয়েছে ফ্ল্যাট, প্লট ও জমি। এসব রক্ষণাবেক্ষণে জিম্মাদার নিয়োগের জন্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসককে নির্দেশ দেন আদালত।

জ্ঞাত আয় বহির্ভূত ৩ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে গত বছর ২৩ আগস্ট ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক। পরে আদালত অবৈধ এসব সম্পত্তি জব্দের নির্দেশ দেন।

Exit mobile version