Site icon Jamuna Television

চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার দিন দিন বাড়ছে। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৮ জন, মারা গেছেন আরও ৩ জন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে ৩৩৮ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে শহর এলাকার ২২৬ জন আর উপজেলার ১৪১ জন রয়েছেন।

চট্টগ্রামে পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৫৮ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ৩ জনসহ মোট মৃত্যু হয়েছে মোট ৬৯১ জনের।

Exit mobile version